INTERNATIONAL HEALTH CARD

Home / International Health Card

Health Card

নিজেকে সুরক্ষিত রাখতে প্রোব ইন্টারন্যাশনাল হেলথ কার্ড কেন নেবেন :

রোগাক্রান্তের পরে সংক্রামক বা অসংক্রামক যেকোনো রোগ হলেই তার কিছু লক্ষণ দেখা দেয়। কিন্তু নিয়মিত হেলথ চেক-আপ করালে অধিকাংশ রোগের প্রাথমিক পর্যায়ে লক্ষণ প্রকাশের পূর্বেই শনাক্ত হয়। প্রাথমিক অবস্থায় উপসর্গ থাকে না বিধায় উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ, কিডনি রোগকে নীরব ঘাতক বলা হয় । হেলথ চেক-আপের পাশাপাশি সচেতন ও সতর্ক হলে যেমন অনেক রোগ প্রতিরোধ করা যায়, তেমনি অনেক রোগ থেকে প্রাথমিক পর্যায়ে স্বল্প খরচে যুক্তি পাওয়া যায়। রোগ প্রতিরোধে এবং রোগের প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু করার প্রয়োজনে বছরে ২ বার হেলথ চেক-আপ করা প্রয়োজন। স্বল্প খরচে প্রিভেন্টিভ হেলথ চেক-আপসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে এসেছে প্রোব ইন্টারন্যাশনাল হেলথ কার্ড।

ইন্টারন্যাশনাল হেলথ কার্ডের সুবিধাসমূহ: কার্ড এহীতা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন বছরে একবার:

Health Card

প্রিভেন্টিভ ফুল বড়ি হেলথ চেক-আপ যেমন: RBS, CBC (TC, DC, ESR, Hb%, Platelet, PCV, MCV, MCHC, RDW-CV), Creatinine, Urea, BUN, eGFR, Lipid Profile (Serum Total Cholesterol, Serum Triglycerides, Serum H.D.L-Cholesterol, Serum L.D.L-Cholesterol, Serum V.L.D.L-Cholesterol, Total Cholesterol / H.D.L. Ratio, L.D.L / H.D.L Ratio), Liver Profile (Total Bilirubin, Direct Bilirubin, Indirect Bilirubin, SGOT, SGPT, ALP, TP, ALB, AG Ratio), HbA1c, Uric Acid, Thyroid Profile (T3, T4, TSH), BMI অথবা :

* প্রেগনেলসি প্রোফাইল অথবা * সিনিয়র সিটিজেন প্রোফাইল অথবা * প্রি ম্যারেজ এন্ড থালাসিমেয়া প্রোফাইল অথবা & চাইন্ড হেলথ চেক-আপ

Health Card
  • হেলথ কার্ড গ্রহীতার এক বছরের কম বয়সী সন্তান থাকলে সেই সন্তানের প্রোব ডায়াগনস্টিক থেকে সম্পূর্ণ বিনামূল্যে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্তসকল প্রকার রুটিন প্যাথলজিক্যাল টেস্ট করাতে পারবেন।
  • হেলথ কার্ড গ্রহীতা পরবর্তীতে ৭০ হাজার টাকা পর্যন্ত রুটিন প্যাথলজিক্যাল টেস্ট করাতে পারবেন, যার 8০% বহন করবে প্রোব বাংলাদেশ লিঃ আর ৬০% বহন করবেন কার্ড গ্রহীতা।
  • আনলিমিটেড টেলিমেডিসিন, ডক্টর কনসালটেন্সি এবং ভিডিও কলিংয়ের মাধ্যমে চিকিৎসকের পরামর্শ গ্রহণের সুবিধা শুধু হেলথ কার্ড গ্রহীতার জন্য।
  • হেলথ কার্ড গ্রহীতার বয়সসীমা ৩ মাস থেকে ৬৫ বছর : শুধু মাত্র হেলথ কার্ড গ্রহীতার জন্য ১. সাধারণ মৃত্যু ৫০-০০০ টাকা ২. দুর্ঘটনায় মৃত্যু ১,০০,০০০ টাকা, ৩. স্থায়ী ৫০,০০০ টাকা এবং ৪. covid মৃত্যু ৫০,০০০ টাকা ।
Health Card
  • হেলথ কার্ড গ্রহীতা দুর্ঘটনাজনিভ কারণে হাসপাতালে ভর্তি হলে প্রতিদিন ১,০০০ টাকা করে চিকিৎসা ভাতা প্রাপ্য হবেন (সর্বোচ্চ ১০ দিন) ১০,০০০টাকা পর্যন্ত। এ ক্ষেত্রে অবশ্যই হাসপাতালের চিকিৎসাজনিত সকল ডকুমেন্ট জমা দিতে হবে । যেখানে উদ্দীপন-পোব হাসপাতাল ফ্যাসিলিটি আছে,(সেখানে উদ্দীপন-প্রোব হাসপাতালেই ভর্তি হতে হবে।
Health Card
  • প্রকৃতির মধ্যেই রয়েছে আপনার শরীর ও স্বাস্থ্যের সর্বোৎকৃষ্ট সুরক্ষা এবং নিরাপত্তা । প্রোব ইন্টারন্যাশনাল হেলথ কার্ড আপনাকে এই সুরক্ষা বলয়ের সন্ধান দেওয়ার উদ্দেশ্যই আপনার হাতে তুলে দিচ্ছে সম্পূর্ন প্র ্াকৃতিক উপাদনে তৈরি পার্শ প্রতিক্রিয়াহীন প্রকৃতি ও পুষ্টি ক্যাপসুলস্‌ এবং উদ্দীপন সিডপুষ্টি প্যাকেজ। নিজেকে সর্বদা প্রকৃতির সুরক্ষা বলয়ে রাখুন। রোগ শরীরে বাসা বাধার আগেই নিজের মধ্যে এবং নিজেকে ঘিরে প্রকৃতির রোগ প্রতিরোধী বাসা বাধুন।
Health Card
  • স্বাস্থ্য ও পুষ্টির অবস্থা উন্নয়নে বিনামূল্যে দেওয়া হবে প্রোব ওয়েলনেস “প্রকৃতি ও পুষ্টি” নিউট্রাসিউটিক্যাল ক্যাপসুল।
  • বাড়ির আঙ্গিনায় অথবা ছাদে পুষ্টিকর শাক-সবজি উৎপাদনের বিনামূল্যে জন্য সিড প্যাকেজ প্রদান করা হবে।