Health Card

রোগাক্রান্তের পরে সংক্রামক বা অসংক্রামক যেকোনো রোগ হলেই তার কিছু লক্ষণ দেখা দেয়। কিন্তু নিয়মিত হেলথ চেক-আপ করালে অধিকাংশ রোগের প্রাথমিক পর্যায়ে লক্ষণ প্রকাশের পূর্বেই শনাক্ত হয়। প্রাথমিক অবস্থায় উপসর্গ থাকে না বিধায় উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ, কিডনি রোগকে নীরব ঘাতক বলা হয় । হেলথ চেক-আপের পাশাপাশি সচেতন ও সতর্ক হলে যেমন অনেক রোগ প্রতিরোধ করা যায়, তেমনি অনেক রোগ থেকে প্রাথমিক পর্যায়ে স্বল্প খরচে মুক্তি পাওয়া যায়। রোগ প্রতিরোধে এবং রোগের প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু করার প্রয়োজনে বছরে ২ বার হেলথ চেক-আপ করা প্রয়োজন। স্বল্প খরচে প্রিভেন্টিভ হেলথ চেক-আপ সহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে এসেছে প্রোব ইন্টারন্যাশনাল হেলথ কার্ড।

ইন্টারন্যাশনাল হেলথ কার্ডের সুবিধাসমূহ