ব্ল্যাক কারেন্ট : ব্লাক কারেন্ট একটি ওষধি ও পুষ্টি গুণসম্পন্ন বেরি বা জাম জাতীয় ফল। অত্যন্ত শক্তিশালী এন্টি-অক্সিডেন্ট এবং ম্যাগনেশিয়াম সমৃদ্ধ ব্র্যাক কারেন্ট শরীরে হার্টের সুস্থতায় অনন্য অবদান রাখে । শরীরে ভাল কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি এবং খারাপ কোলেস্টেরেল মাত্রা কমায়। তাছাড়া লিভারের স্বাস্থ্য রক্ষা ও ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ শরীর সুস্থ রাখতে ব্ল্যাক কারেন্ট অত্যন্ত কার্যকর ।
টক চেরি : টক চেরিতে ত্যান্োসায়ানিনের উপস্থিতি অন্য যে কোনও ফলের চেয়ে বেশি যা শরীরকে প্রাণবন্ত করে। টক চেরি এলডিএল কোলেস্টেরলের মাত্রা এবং রক্তচাপ কমায়।
টক চেরি : টক চেরিতে ত্যান্োসায়ানিনের উপস্থিতি অন্য যে কোনও ফলের চেয়ে বেশি যা শরীরকে প্রাণবন্ত করে। টক চেরি এলডিএল কোলেস্টেরলের মাত্রা এবং রক্তচাপ কমায়।
গানোডার্মা : গানোডার্মা হচ্ছে একটি ওঁষধি মাশরুম, যা শত শত বছর ধরে চাইনিজ হারবাল চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। গানোর্ডামায় উচ্চমাত্রায় এন্টি-অভ্ডেন্ট এবং শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির উপাদান আছে। উচ্চমাত্রার উঁষধি গুণ থাকায় গানোডার্মা লিভার সংক্রান্ত রোগ, কিডনি রোগ, ব্রঙ্কাইটিস, এজমা, ডায়াবেটিস রোগ নিরাময়ে কার্যকর ভূমিকা রাখে।